[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৮:৪৯ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সম্প্রতি ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এক ভারতীয় সাংবাদিক জানতে চান, ওমানের বৈঠকে সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না। কারণ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নাকি সার্ককে পুনরায় সচল করতে আগ্রহী।

এর উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, “ওমানের মাসকটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে।’’

তিনি আরও জানান, বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরেক প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্যের ভারতবিষয়ক আক্রমণাত্মক মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এ ধরনের মন্তব্য লক্ষ করেছি, যা অবশ্যই সহযোগিতার পরিবেশ তৈরি করে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিত এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব বোঝা।”

দুই দেশের মধ্যকার সাম্প্রতিক এই বক্তব্য বিনিময়কে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশই এখন পর্যন্ত সম্পর্ক অটুট রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর