[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৪:১৮ পিএম

ফাইল ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন হিসেবে ৬৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো হয়েছে।

একেপিএস-এর বিবৃতিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি।

বরং বিমানবন্দরের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হয়।

পরবর্তীতে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন অপারেশন অফিসে নেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে "নোটিস টু লিভ" (এনটিএল) প্রদান করা হয়।

সংস্থাটি আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দরের নজরদারি দল দুই হাজার ৬৫৪ জন বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর