ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় মিসর থেকে গাজা উপত্যকায় মোবাইল হোমের প্রথম চালান পাঠানো হয়েছে।
মিসরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম ও একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম (হিব্রুতে কেরেম শালোম) টার্মিনালে পৌঁছায়।
গাজার বাসিন্দাদের বেশিরভাগ বাড়িঘর ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংস হয়ে গেছে, ফলে তারা চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে বহু মানুষ রাস্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে মোবাইল হোম পাঠানো তাদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, রাফাহ সীমান্ত ক্রসিং থেকে কারেম আবু সালেম টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এসআর
মন্তব্য করুন: