[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ভারতের নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫৬ পিএম

ফাইল ছবি

ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ৪০৮ জন আরোহী ছিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে দ্য হিন্দুইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে সেটিকে নাগপুর বিমানবন্দরে ডাইভার্ট করা হয় এবং পরে নিরাপদে জরুরি অবতরণ করানো হয়।

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, ফ্লাইট অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী ফ্লাইটের মাধ্যমে তাদের দুবাই পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর