‘আমি বাংলায় গান গাই’ খ্যাত বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক এবং নিউমোনিয়ায় আক্রান্ত হন।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
সংগীতজীবন ও জনপ্রিয়তা
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন শিক্ষক। দেশভাগের পর মা বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।
ছোটবেলা থেকেই কবিতায় সুর বসানোর অভ্যাস ছিল তার। একসময় তা রূপ নেয় সংগীতচর্চায়। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি, তবে ‘আমি বাংলায় গান গাই’ তাকে বিশেষ খ্যাতি এনে দেয়।
তার কণ্ঠে এ গান এখনও বাঙালির হৃদয়ে অনুরণিত হয়। এছাড়া ‘ডিঙা ভাসাও সাগরে’, ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’—এমন বহু গান শ্রোতাদের মুগ্ধ করেছে।
শেষ দিনগুলো
চিকিৎসাধীন অবস্থায়ও গানের প্রতি তার ভালোবাসা অটুট ছিল। হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের ‘আমি বাংলায় গান গাই’ শোনাতেন তিনি। তার সৃষ্ট অসংখ্য গান বাংলা সংগীতজগতের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
বাঙালি সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসআর
মন্তব্য করুন: