ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না করতে পারলে জনগণ হতাশ হবে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীসহ তার প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতা ছাড়েন তৎকালীন সরকারপ্রধান। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, যা বিচারিক প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, স্বচ্ছ ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: