[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

তিমির মুখে পড়ে প্রাণে বাঁচলেন যুবক, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

সমুদ্রে ছোট নৌকা নিয়ে ভ্রমণের সময় এক বিশাল হাম্পব্যাক তিমির মুখে পড়ে গিয়েছিলেন আদ্রিয়ান সিমানকাস নামের এক যুবক।

তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তিমিটি তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ধরা পড়ে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায়।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) চিলির মেগাল্লান প্রণালীর সান এলসিদ্রো লাইটহাউজের কাছে আলাদা একটি ছোট নৌকায় ছিলেন ২৪ বছর বয়সী আদ্রিয়ান ও তার বাবা।

সেসময় মাছ কিংবা চিংড়ি শিকার করতে থাকা একটি হাম্পব্যাক তিমির সামনে পড়ে যান তিনি।

আদ্রিয়ান মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি হঠাৎ অনুভব করলাম, আমার চারপাশে গাঢ় নীল ও সাদা রঙের কিছু ঘিরে ফেলেছে।

মুহূর্তের মধ্যে আমি পানির নিচে তলিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল, সব শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না এটি কী।”

কিছুক্ষণ পর তার লাইফ জ্যাকেটের কারণে তিনি পানির ওপরে উঠে আসেন। এরপর তার বাবা তাকে উদ্ধার করেন এবং শান্ত থাকতে বলেন।

বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা ব্যাখ্যা করে বলেন, তিমিটি সম্ভবত খাবার শিকারের সময় ভুলবশত তাকে মুখে নিয়ে ফেলেছিল।

তবে হাম্পব্যাক তিমির খাদ্যনালী অনেক সরু এবং তারা ছোট ছোট প্রাণী খেয়ে থাকে, তাই মানুষের মতো বড় কিছু গিলে ফেলার শারীরিক সক্ষমতা তাদের নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর