বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন প্রশাসনের গোপন কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছেন।
এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?”
এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং সত্যি বলতে শত শত বছর ধরে এ ধরনের পরিবর্তন হয়ে আসছে। তবে আমি এই বিষয়টি প্রধানমন্ত্রী (মোদি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিচ্ছি।"
প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করেননি। তবে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন।
ট্রাম্পও মোদিকে "একজন মহান নেতা" হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত সবসময় গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করবে।
এসআর
মন্তব্য করুন: