গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেছেন, "গাজা চিরকাল গাজাবাসীদের থাকবে, সৃষ্টিকর্তার কৃপায় গাজা তাদেরই হবে।"
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানে এক ব্যবসায়িক ফোরামে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি। খবর ডেইলি সাবহরের। এরদোগান বলেন, "গাজা আমাদের গাজাবাসী ভাই-বোনদের, এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে।"
তিনি আরও জানান, ১৯ জানুয়ারি গাজা থেকে একটি "সুসংবাদ" পেয়েছেন, যা ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসের ইসরাইলি গণহত্যার অস্থায়ী বিরতি। তবে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধবিরতি এখন অকার্যকর হয়ে পড়েছে।"
তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্বের একটি মানবিক জোট গঠিত হবে, যা গাজাবাসীকে এই সংকটকালীন সময়ে পরিত্যাগ করবে না।
গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। ইসরাইলের প্রতি পশ্চিমা মিত্রদের সমর্থনেও তীব্র তিরস্কার করেছে দেশটি। ২০২৪ সালের মে মাসে গাজা যুদ্ধের প্রতিবাদে তুরস্ক ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের গণহত্যার বিচার চেয়ে দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে।
গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা 'দখলের' ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজাকে 'মধ্যপ্রাচ্যের রিভেরা' হিসেবে রূপান্তরের প্রস্তাব দেন।
এসআর
মন্তব্য করুন: