[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫৮ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৮:০০ পিএম

ফাইল ছবি

ক্ষমতায় টিকে থাকার লোভে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ থামাতে চান না, এমন মন্তব্য করেছেন ইসরাইলের বার-আইল্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাচেম ক্লেইন।

তিনি বলেন, যুদ্ধ থামালে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা ক্ষীণ হতে পারে এবং এজন্য তিনি যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া।

গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ চলছে, যার ফলে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং তার মেয়াদ ৪২ দিন, অর্থাৎ ১ মার্চ পর্যন্ত। তবে, ২৩ দিন পেরিয়ে গেলেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়নি।

প্রফেসর ক্লেইন আল-জাজিরাকে জানান, এটি স্পষ্ট যে, নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না এবং তিনি দুটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, যুদ্ধ থামলে নির্বাচনের আয়োজন করতে হবে এবং এতে নেতানিয়াহুর পরাজয় হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধের পর তদন্ত শুরু হলে তিনি হয়তো অভিযুক্ত হতে পারেন।

ক্লেইন আরও বলেন, নেতানিয়াহুর পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং তার লক্ষ্য অর্জন করা এখন প্রায় অসম্ভব। তিনি গাজাবাসীকে উচ্ছেদ করতে চান, কারণ যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই। তবে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলে তাকে নির্বাচন দিতে হবে এবং তদন্তও শুরু হবে, যা তার জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত না মানার অভিযোগে ইসরাইলি জিম্মিদের মুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ইসরাইলের বিরুদ্ধে চুক্তি ভাঙার আহ্বান জানাবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর