[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

দুর্নী‌তি সূচকে দুই ধাপ পেছাল বাংলা‌দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:০৬ পিএম

ফাইল ছবি

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪-এ বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ১৫১তম স্থানে নেমে গেছে।

গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম।

বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত এ সূচকের প্রতিবেদন মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

টিআইয়ের সূচকে ০ থেকে ১০০-এর স্কেলে দুর্নীতির মাত্রা নির্ধারণ করা হয়, যেখানে ০ মানে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত এবং ১০০ মানে সবচেয়ে স্বচ্ছ দেশ।

২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশ ২৩ স্কোর পেয়েছে, যা গত বছরের চেয়ে ১ পয়েন্ট কম। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৪।

সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেবল আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে, যার অবস্থান আরও নিচে। এ অঞ্চলে একমাত্র ব্যতিক্রম ভুটান, যা ৭২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ওপর রাজনৈতিক প্রভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, এবং দুর্নীতিবাজদের শাস্তির বদলে পুরস্কৃত করার প্রবণতা বাংলাদেশের স্কোর কমার অন্যতম কারণ। তিনি আরও উল্লেখ করেন, ২০১২ সালের পর এবারই বাংলাদেশ সবচেয়ে কম স্কোর পেয়েছে, যা দুর্নীতির প্রকোপ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে দেখা গেছে, গত ১৩ বছরে বাংলাদেশের স্কোর ২৫ থেকে ২৮-এর মধ্যে ছিল, কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে তা আরও কমে গেছে।

বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়া দেশগুলোর মধ্যে দুর্নীতির সূচকে উঁচু অবস্থানে রয়েছে সিঙ্গাপুর (৩য়, ৮৪ পয়েন্ট), সুইজারল্যান্ড (৫ম, ৮১ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১০ম), কানাডা (১৫তম), হংকং (১৭তম), যুক্তরাজ্য (২০তম), সংযুক্ত আরব আমিরাত (২৩তম) ও যুক্তরাষ্ট্র (২৫তম)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর