[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

দুবাইয়ে চালু হলো অত্যাধুনিক রেল বাস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:০৫ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:০৭ এএম

ফাইল ছবি

দুবাইয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন প্রজন্মের পরিবহণ ব্যবস্থা ‘রেল বাস’।

সোমবার দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবেশবান্ধব এই রেল বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং এটি একসঙ্গে ৪০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেল বাস মূলত একটি হালকা ও উন্নত প্রযুক্তির রেলযান, যা যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। বিদ্যমান পরিবহণ ব্যবস্থার তুলনায় এটি বেশি কার্যকর ও ব্যয় সাশ্রয়ী।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের আরটিএ মার্কিন প্রতিষ্ঠান রেল-বাস ইনকরপোরেটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছিল।

দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে স্বাক্ষরিত এই চুক্তির আওতায়, সৌর বিদ্যুৎচালিত ব্রিজের ওপর দিয়ে রেল বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়, যা পরিবহণ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, আরটিএ একই সময়ে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার লক্ষ্য ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা। ফ্লক ডুয়ো রেল হলো ডাবল ট্র্যাক প্রযুক্তির একটি দ্রুত ও কার্যকর রেল ব্যবস্থা, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বিদ্যুৎচালিত।

দুবাইয়ের আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত জানান, “এই দুটি সমঝোতার মাধ্যমে আমরা ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় থাকবে।”

রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেন, “আরটিএ-এর সঙ্গে আমাদের এই অংশীদারত্ব পরিবহণ খাতে টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে এবং দুবাইকে আরও স্মার্ট ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর