[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

যুক্তরাজ্যে থাকা টিউলিপের সম্পদের বিষয়ে তদন্তে দুদক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২ এএম

ফাইল ছবি

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের সম্পদের বিষয়ে তদন্ত করছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকালে বিদেশে যাওয়া অর্থ ফেরানোর বিষয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচিত টিউলিপ সিদ্দিক তার সম্পদের বিষয়ে প্রশ্নের মুখে পড়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাসের তদন্তে উঠে আসে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে পাওয়া একটি ফ্ল্যাটের বিষয়ে টিউলিপ সঠিক তথ্য দেননি।

এই ঘটনার জেরে তিনি তার সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের বিষয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (BFIU) একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাচারকৃত অর্থ বিভিন্ন দেশে স্থানান্তরের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করতে সম্মত হয়েছে।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র জানান, এসব অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং টিউলিপের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেননি। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর