[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫১ পিএম

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযান চলাকালে ইসরাইলি সামরিক বাহিনী আট মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

আল-জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ইসরাইলি সেনারা নুর শামস শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে ২৩ বছর বয়সী সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেডিকেল টিম শালাবির ভ্রূণকে বাঁচাতে সক্ষম হয়নি, কারণ ইসরাইলি সেনারা আহত দম্পতিকে হাসপাতালে পাঠাতে বাধা দেয়।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার ভোরে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের নুর শামস শিবিরে অভিযান চালায়। তারা ভারী যন্ত্রপাতি এবং বুলডোজার ব্যবহার করে শিবিরের বেশ কয়েকটি বাড়ি তল্লাশি করে।

স্থানীয় সূত্রগুলো জানায়, সেনাদের গুলির তীব্র শব্দ এবং বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এ সময় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও জানিয়েছিল, আহতদের উদ্ধার করার জন্য তাদের মেডিকেল টিমকে ক্যাম্পে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর