[email protected] বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

সৌদিতে বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৪০ পিএম

ফাইল  ছবি

হজ ও ওমরাহ পালনে আসা মানুষের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সৌদি আরব তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে।

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে এখন থেকে এসব দেশের নাগরিকদের শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এই নীতি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৪টি দেশের নাগরিকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ ভিসা পাবেন। তবে কূটনৈতিক, আবাসিক, হজ এবং ওমরাহ ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। সৌদি সরকার এই পদক্ষেপটিকে অস্থায়ী বলে উল্লেখ করেছে।

এ ছাড়া, দেশের ভ্রমণ, ব্যবসা এবং পারিবারিক সফরের জন্যও সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে, যার মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন। তবে হজ, ওমরাহ, কূটনৈতিক এবং রেসিডেন্সি ভিসার নিয়ম আগের মতো অপরিবর্তিত থাকবে।

সরকার জানিয়েছে, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়াই হজ করেছেন, আর অনেকে অবৈধভাবে সৌদিতে থেকে গেছেন। এতে তীব্র ভিড় সৃষ্টি হওয়ায়, সৌদি কর্তৃপক্ষ এবার সতর্কতা অবলম্বন করছে। গত বছর, ২০২৪ সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমের কারণে প্রায় ১,২০০ হজযাত্রী মারা যান। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে সৌদি সরকার।

এ পদক্ষেপ মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতে নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর