[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

এবার গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের খোঁজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৭ পিএম

ফাইল ছবি

রাজধানীর গুলশানে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের নামে একটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে।

দশতলা ভবনে অবস্থিত এই ফ্ল্যাটটি তার নামে নিবন্ধিত এবং তার পরিবারের নামে নামকরণ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সম্পত্তি সংক্রান্ত অনুসন্ধানের সময় ঢাকার এই ফ্ল্যাটের তথ্য পাওয়া যায়।

টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং দেশটির পার্লামেন্টে লেবার পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি, তিনি সিটি মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক কিছু বিতর্কের জেরে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর