[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

কূটনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:২৭ এএম

লোগো

ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিল্লিতে তাকে তলব করে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য একান্তই তার ব্যক্তিগত, এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক ও পারস্পরিক কল্যাণমূলক রাখতে চায় দিল্লি।

তবে বাংলাদেশ সরকারের কিছু মন্তব্য ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

এর আগে, জানুয়ারির মাঝামাঝি সময়ে সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে একইভাবে বাংলাদেশের কূটনীতিককে তলব করেছিল ভারত।

অন্যদিকে, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযোগ করা হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদপত্র দেওয়া হয় এবং এ ধরনের বক্তব্য বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবারের ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় এবং এটি তার একান্তই ব্যক্তিগত মতামত।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি তলবের ঘটনা সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে ভারত ও বাংলাদেশ উভয়ই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর