[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক: নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২:৪৪ পিএম

ফাইল ছবি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি নিয়ে নতুন এক মতামত দিয়েছেন

 তিনি মনে করেন, সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য ব্যবহার করা যেতে পারে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করে। এর আগের দিন বৃহস্পতিবার চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে এবং এতে কোনো সমঝোতার সুযোগ নেই বলে রিয়াদ স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, "আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। বিশেষ করে ৭ অক্টোবরের ঘটনার পর, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা মেনে নেওয়া সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "গাজাই ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যা হামাস দ্বারা পরিচালিত হতো। কিন্তু সেখানে আমরা কী পেয়েছি? ভয়াবহ সহিংসতা এবং গণহত্যা।"

এদিকে, সৌদি আরব আগেই স্পষ্ট করেছে যে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে তারা ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়।

সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্ট-কে জানান, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গাজার যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরের অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত করার বিষয়ে বিবেচনা করতে পারেন।

তবে, তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সম্মতি না দিলেও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রাখতে চাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই কর্মকর্তারা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর