ভারতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কিছু মন্তব্য ও বক্তব্যের বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি ভারত সরকারের নজরে আনা হয়েছে।
বৈঠকে ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: