news.protidinerbangla22@gmail.com বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১

দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস, ভারতের ইতিহাসে সর্বোচ্চ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৪ ১০:৪৯ এএম

ভারত তার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল। বুধবার (২৯ মে) দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দিল্লির মুঙ্গেশপুরের তাপমাত্রা পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানীয় সময় দুপুর আড়াইটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। খবর এনডিটিভির।  

 

তাপমাত্রা বাড়তে থাকার কারণ নিয়ে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই শহরের উপকণ্ঠের অঞ্চলগুলোকে আঘাত করে।  

 

বুধবার সন্ধ্যায় দিল্লিতে অল্প সময়ের জন্য বৃষ্টিও হয়েছে, যা আর্দ্রতার মাত্রা বাড়াতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ দিল্লিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।  

 

আল জাজিরা জানায়, এর আগে ২০১৬ সালে রাজস্থানের ফালোদি শহরে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই ভারত তাপপ্রবাহ ঘোষণা করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর