[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫৩ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

এই তথ্য হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

মার্কিন মসনদে দ্বিতীয় দফায় বসে ২৭ জানুয়ারি ট্রাম্প মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই আলাপের সময় তারা অভিবাসন, ভারত থেকে যুক্তরাষ্ট্রে আরও নিরাপত্তা সরঞ্জাম ক্রয়, এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের জন্য ভারতের কৌশলগত গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষত চীনকে মোকাবেলার জন্য। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে উঠে এসেছে। মোদি সরকারের লক্ষ্য, আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি এড়ানো এবং যুক্তরাষ্ট্রে দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তি সহজতর করা।

এছাড়া, ট্রাম্প ক্ষমতায় আসার পর চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এসব প্রেক্ষাপটে মোদি যুক্তরাষ্ট্র সফর করলে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা এবং ভিসা বিষয়ে আলোচনা হতে পারে।

যদিও ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর ২৭ জানুয়ারি মোদি ও ট্রাম্পের মধ্যে টেলিফোনালাপ হয়। এতে তারা ভারত-মার্কিন সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন এবং উভয় দেশের অংশীদারিত্ব আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর