নয়াদিল্লিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, হত্যা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সীমান্ত সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত এলাকায় অবকাঠামো নির্মাণ, এবং গণমাধ্যমে ভ্রান্ত তথ্য প্রচার রোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করতে ভারতের সঙ্গে বিদ্যমান অসম চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, সীমান্তবর্তী এলাকায় শিল্পবর্জ্য দূষণ রোধ এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: