[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে সংঘর্ষে বাংলাদেশি নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৩:৩৯ পিএম

আহত দুই ভারতীয় নাগরিক। ছবি: বিবিসি বাংলা

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে বিকেলে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় আহাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হন। তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, বিএসএফ জানায়, ভারতের উনকোটি জেলার কৈলাসহর এলাকার দুই ভারতীয় কৃষক সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তারা অভিযোগ করেছেন, সীমান্তে চাষের জমি নিয়ে বিরোধের জেরে ১০-১২ জন বাংলাদেশি তাদের ওপর হামলা চালায়।

বিজিবি জানায়, নিহত ও আহতরা দুই পক্ষেরই আত্মীয় এবং জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি এ বিষয়ে বিএসএফের কাছে অভিযোগ জানালে, বিএসএফ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলে চাষাবাদ ও জমি নিয়ে দুই দেশের কৃষকদের মধ্যে দ্বন্দ্ব প্রায়শই সংঘর্ষের রূপ নেয়, যা উভয় দেশের নিরাপত্তা বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর