[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

ভারতের বিকল্প হিসেবে চিকিৎসায় চীনের সম্ভাবনা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ৬:২৬ পিএম

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন।

তিনি জানান, ভিসা পেতে জটিলতার কারণে ভারতমুখী চিকিৎসা সেবা সীমিত হওয়ায় চীনের কুনমিং নতুন সম্ভাবনা তৈরি করছে।

রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, কুনমিংয়ে চিকিৎসা ব্যয় এবং যাতায়াত খরচ তুলনামূলকভাবে কম। এ নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ভিসা ফি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এতদিন চিকিৎসার জন্য ভারত ছিল বাংলাদেশের সহজ গন্তব্য। তবে ২০২৩ সালের আগস্ট থেকে ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি ভারতে চিকিৎসা করাতে পারছেন না। এতে শুধু বাংলাদেশিরাই নয়, বড় অঙ্কের অর্থনৈতিক সুবিধা হারাচ্ছে ভারতও।

চীনের সঙ্গে সম্ভাবনাময় এই চিকিৎসা সেবার বিষয়ে তিনি আরও বলেন, “চীন বড় একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে। আমরা তাদের পূর্বাচলে জায়গা দেওয়ার প্রস্তাব করেছি। স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।”

এছাড়াও চীন সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। চীন ঋণের সুদের হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান তিনি।

তিস্তা নদীর বিষয়ে কোনো আলোচনা না হলেও ব্রহ্মপুত্র নদ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।

বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিং হতে পারে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর