গাজায় দীর্ঘ ১৫ মাস পর ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন ৩৯ শতাংশ ইসরাইলি।
গাজায় দীর্ঘ ১৫ মাস পর ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন ৩৯ শতাংশ ইসরাইলি। সম্প্রতি ইসরাইলি দৈনিক মারিভ পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায়, যার ফলে ইসরাইলের ১২০০ বাসিন্দা নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। টানা ১৫ মাস ধরে চলা এই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। তবে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।
এই যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ ইসরাইলি। ৩৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুদ্ধবিরতি টিকবে না, আর ৩৩ শতাংশ এখনও সন্দিহান যে এটি সফল হবে কি না।
এছাড়া, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২ শতাংশ নাগরিক। জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ নাগরিক বলেন, তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান, আর ১৯ শতাংশ কোনো মন্তব্য করেননি।
মারিভ এর জরিপে আরও জানা গেছে, লিকুদ পার্টির ১৮ শতাংশ সমর্থকও নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং ক্ষমতাসীন জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৩১ শতাংশ।
এসআর
মন্তব্য করুন: