[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১:৩৭ এএম

ফাইল ছবি

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নত করতে বিশ্বব্যাংক ৩ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ সহায়তা দিচ্ছে।

এনহান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন’ প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদিত হয়েছে।

প্রকল্পটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন এই অতিরিক্ত ঋণচুক্তি সই করেন।

এই প্রকল্পের লক্ষ্য বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ।

প্রকল্পের মূল চুক্তি হয়েছিল ২০১৮ সালের ১০ এপ্রিল, যার আওতায় ৪৫ কোটি ডলারেরও বেশি ঋণ দেওয়া হয়েছিল।

পরে, কোভিড-১৯ সংকটকালে ৫ কোটি ডলার এই প্রকল্প থেকে প্রত্যাহার করে কোভিড সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়। বর্তমানে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩ কোটি ডলার অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হওয়ায় এই ঋণ নেওয়া হচ্ছে।

ঋণটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ৩০ বছরে পরিশোধ করতে হবে।

এতে সুদের হার ১.২৫ শতাংশ, সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ নির্ধারিত। তবে এই অর্থবছরে বিশ্বব্যাংক কমিটমেন্ট ফি মওকুফ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর