[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গ্রিন কার্ড নীতিতে পরিবর্তন: নতুন ঘোষণা ট্রাম্প প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৩:৫১ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য করোনার টিকা সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে যে, গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের আর কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ আরও জোরদার করেছে।

যেসব অভিবাসী টানা দুই বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দিতে পারবেন না, তারা এই প্রক্রিয়ার আওতায় পড়বেন।

এছাড়া, ক্ষমতা নেওয়ার পরপরই ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

তবে, এটি কার্যকর করতে কী পদ্ধতি অনুসরণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর