আগামী মার্চ মাসে ইরান দেশীয়ভাবে তৈরি ‘কাওসার’ উপগ্রহের একটি উন্নত সংস্করণ উৎক্ষেপণ করতে যাচ্ছে।
ইরানের জ্ঞানভিত্তিক মহাকাশ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন শাহাবি মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ঘোষণা দেন।
মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন উপগ্রহটির নাম ‘কাওসার ১.৫’। এটি ২০২৪ সালের ৫ নভেম্বর কক্ষপথে উৎক্ষেপণ করা হবে এবং পূর্ববর্তী ‘কাওসার’ এবং ‘হোদোদ’ উপগ্রহের ওপর ভিত্তি করে তৈরি। এই উপগ্রহগুলোর উদ্দেশ্য ছিল পৃথক মিশনে কাজ করা—‘কাওসার’ দূরবর্তী সংবেদনশীলতার জন্য এবং ‘হোদোদ’ ইন্টারনেট অফ থিংস (আইওটি) প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নের জন্য ব্যবহৃত হবে।
শাহাবি জানান, এই নতুন উপগ্রহের ৮৫ শতাংশেরও বেশি উপাদান নিজ দেশে তৈরি হয়েছে। যদিও কিছু উপাদান আমদানি করা হয়েছিল, তবুও উপগ্রহগুলোর নকশা এবং নির্মাণ সম্পূর্ণরূপে দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে করা হয়েছে, যা এই প্রকল্পটিকে পুরোপুরি দেশীয় ভিত্তিক করেছে। তিনি নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, ইরান এই চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করেছে।
শাহাবি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের উপগ্রহের নকশা এবং উৎপাদনে বিনিয়োগ করার ব্যাপারে ইরান আশাবাদী।
এসআর
মন্তব্য করুন: