[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বোমা হামলার হুমকি: তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫ ২:২৮ পিএম

ফাইল ছবি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যাওয়ায় পুরো প্লেন ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়েছে।

তবে কোনো বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, তল্লাশির পর যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, “গোটা বিমান তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

যাত্রীদের ব্যাগও স্ক্যান ও তল্লাশি করা হয়েছে, তবে কোনো সন্দেহজনক কিছু মেলেনি। হুমকির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে আসার পথে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায়।

এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে এনে পুরো ফ্লাইটটি তল্লাশি করা হয়।

ঘটনার পর সতর্কতা জারি করে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর