যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথগ্রহণের পর এলজিবিটিকিউ সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য হতাশাজনক একটি সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তিনি বৈচিত্র্য কর্মসূচি এবং এলজিবিটিকিউ সুরক্ষার নির্বাহী আদেশ বাতিল করেছেন এবং জানিয়েছিলেন, লিঙ্গ হিসেবে শুধু পুরুষ ও মহিলাকেই স্বীকৃতি দেওয়া হবে।
সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক ভাষণে ট্রাম্প বলেন, “এখন থেকে যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে এখানে শুধুমাত্র দুই লিঙ্গ—পুরুষ ও মহিলা— থাকবে।” এর ফলে, নতুন প্রশাসন ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে ‘এক্স’ চিহ্ন ব্যবহার করার সুযোগ বাতিল করতে পারে, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে পাসপোর্টে এই সুবিধা প্রদান করেছিলেন।
এছাড়া, ট্রাম্প গত বছর নির্বাচনী প্রচারণায় জানিয়েছিলেন যে, তিনি নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন। যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন, এবং ট্রাম্পের এই পদক্ষেপ তাদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে।
টলেডো ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক এবং এলজিবিটিকিউ নীতি বিশেষজ্ঞ জামি টেলর সতর্ক করে বলেন, নতুন নীতি পরিবর্তনের ফলে ফেডারেল তহবিলের আওতায় থাকা চিকিৎসা সেবাসমূহ এবং লিঙ্গ নিশ্চিতকরণ সেবা ঝুঁকির মুখে পড়তে পারে।
এসআর
মন্তব্য করুন: