ব্যর্থতার দায় স্বীকার করে ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের কাছে পদত্যাগপত্রটি জমা দেন তিনি।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। হালেভি ঘোষণা করেছেন, ৬ মার্চ থেকে তিনি পদত্যাগ করবেন।
পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, “২০২৩ সালের ৭ অক্টোবর সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে চিরকাল তাড়া করবে।”
গাজায় ১৫ মাসব্যাপী ইসরাইলি আগ্রাসনের সময়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেভির বিরুদ্ধে সমালোচনা করেছেন। তাদের দাবি, তিনি গাজায় সামরিক অভিযানে একটুও কঠোর অবস্থান নেননি। তবে, জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে, হালেভির বাহিনী গাজায় ব্যাপক গণহত্যা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর হাতে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, এক লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের হামলায় আহত হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: