মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পরপরই দেশের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ একাধিক শহরে বিক্ষোভকারীরা সমবেত হন। নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে শতাধিক মানুষ ট্রাম্পবিরোধী ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়।
এদিকে, শিকাগোর ট্রাম্প টাওয়ারের সামনে দিয়ে বিক্ষোভকারীদের মিছিল অতিক্রম করে। লস অ্যাঞ্জেলেসের সিটি হল এবং ওয়াশিংটন ডিসিতেও বড় পরিসরে বিক্ষোভ মিছিল দেখা গেছে।
ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় শপথ অনুষ্ঠান শেষে ডোনাল্ড ট্রাম্প প্রথম ভাষণে ঘোষণা দেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন।
এর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ৭৮টি নির্বাহী আদেশে সই করেন, যেগুলো বাইডেন প্রশাসনের সময়ে জারি করা হয়েছিল।
ট্রাম্প ভাষণে আরও বলেন, “বাইডেন আমলের যেসব আদেশ যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থের বিরুদ্ধে, সেগুলো বাতিল হবে।” তিনি নতুন সিদ্ধান্ত গ্রহণের সময় জনতার উদ্দেশে স্থগিতাদেশ তুলে ধরে দেখান।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বাইডেন ক্ষমতা ছাড়ার আগে যেসব ফৌজদারি মামলার হুমকিতে থাকা ব্যক্তিদের ক্ষমা করেছেন, সেগুলোও বাতিল করা হতে পারে। তিনি বলেন, “আমাদের প্রশাসন জনগণের ন্যায্যতার জন্য কাজ করবে, পক্ষপাতিত্ব নয়।”
শপথ অনুষ্ঠানের পর থেকেই ট্রাম্পবিরোধী বিক্ষোভের তীব্রতা এবং তার দ্রুত নেওয়া পদক্ষেপ দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, ট্রাম্পের সিদ্ধান্তগুলো দেশের বিভাজন আরও বাড়াবে।
এসআর
মন্তব্য করুন: