[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫ ১০:৫৩ এএম

ফাইল ছবি

ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পরপরই ট্রাম্প দ্রুত পদক্ষেপ গ্রহণ শুরু করেন। জানা যায়, তিনি ওভাল অফিসে বসে বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

এর মধ্যে অন্যতম ছিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার নির্দেশ।

ট্রাম্প তার ভাষণে জানান, “বাইডেন আমলের সিদ্ধান্তগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর।

আমরা দ্রুত এগুলো বদলে নতুন দিকনির্দেশনা দেব।” তিনি আরও উল্লেখ করেন, বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হবে।

অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাম্প মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন।

শপথ গ্রহণের আয়োজন এবার ক্যাপিটল ভবনের ভেতরে করা হয়, কারণ শীতল আবহাওয়া জনসমাগমে বাধা সৃষ্টি করছিল।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও একই কারণে ক্যাপিটল ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের এই দ্রুত সিদ্ধান্তগুলো মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, তার দ্বিতীয় মেয়াদের শুরুর দিনগুলোই পূর্ববর্তী প্রশাসনের সিদ্ধান্তগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর