ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার ব্যাপারে বলেছেন, ‘‘আমরা সামরিক এবং নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সাহায্য করার জন্য সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব।’’
সোলোভিয়েভ লাইভ টিভি শোতে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘‘শত্রুদের এমন কোনো ভুল ধারণা থাকতে পারে না যে আমরা সহজেই পরাজিত হতে পারি।’’ প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্ত করেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ইরানভীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, তবে পশ্চিমারা শুধু ইরানকেই লক্ষ্য করছে না। তারা বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে একটি ভুল ভাবমূর্তি তৈরি করছে, কারণ তারা মিডিয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে ব্যাপকভাবে জনমতের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘‘আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। আমরা রাশিয়ার সঙ্গে একমেরুতে অবস্থান করি এবং আমাদের সম্পর্ক এক ধরনের সহমর্মিতা এবং বিশ্বাসে পূর্ণ।’’
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুটি দেশের মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
এসআর
মন্তব্য করুন: