বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একটি সংসদীয় কমিটির তৈরি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের কমনওয়েলথবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এএপিজি) গত নভেম্বরে প্রতিবেদনটি প্রকাশ করে।
এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি গুরুতর সমালোচনা করা হয়। তবে প্রতিবেদনের বিভিন্ন তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেদনটি আপাতত বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং পর্যালোচনার আওতায় রয়েছে।
তিনি এটিকে একটি অভ্যন্তরীণ নথি হিসেবে উল্লেখ করে বলেন, “প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে।”
প্রতিবেদনটি তৈরি করতে নয়াদিল্লিভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ–এর তথ্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি পক্ষপাতদুষ্ট এবং একপেশে বিশ্লেষণে ভরপুর।
বাংলাদেশ সফর শেষে লেবার পার্টির এমপি রূপা হক হাউস অব কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেন।
তিনি এটিকে “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা” বলে আখ্যা দিয়েছেন। রূপা হক আরও জানান, ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কথা বলেছিলেন এবং এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নাওমি হোসেন প্রতিবেদনের বিশ্লেষণকে “গভীরভাবে ত্রুটিপূর্ণ” উল্লেখ করে বলেন, “এটি একটি জবাবদিহিতার হাতিয়ার হিসেবে সম্পূর্ণ ব্যর্থ।”
বিশ্লেষকরা মনে করছেন, এমন একপেশে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
এসআর
মন্তব্য করুন: