[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫ ৭:০৫ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ৭:০৭ পিএম

ফাইল ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ৪৫ ও ২৫ বছর বয়সী দু'জন পুরুষ এবং ৪১ বছর বয়সী একজন নারী রয়েছেন। এই হামলায় আরো তিনজন আহত হয়েছেন।

এছাড়া, একই দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার আরেকটি ভয়াবহ হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন। ইউক্রেন জানিয়েছে, আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে তারা রাশিয়ার হামলা প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রাশিয়া নিয়মিতভাবে কিয়েভে বিমান হামলা চালালেও, এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা তুলনামূলকভাবে বিরল। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য স্থানগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার হামলা বন্ধ করতে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর