[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫ ১:২৯ এএম

ফাইল ছবি

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।

কাতারের মধ্যস্থতায় হওয়া এ চুক্তি আজ রোববার থেকে কার্যকর হবে। ইসরায়েলের মন্ত্রিসভা ইতোমধ্যে এ চুক্তি অনুমোদন দিয়েছে।

গাজায় চলমান সংঘাতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনির মৃত্যু এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ। এ চুক্তিকে গাজার ইতিহাসে মানবিক সংকট নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, গাজার সংঘাত বন্ধের পাশাপাশি হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির পথ উন্মুক্ত হবে। এ চুক্তি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

তিন ধাপে চুক্তি বাস্তবায়ন
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি তিনটি ধাপে কার্যকর হবে। প্রাথমিক ধাপ (৬ সপ্তাহ), ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজা থেকে প্রত্যাহার করবে।হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি বন্দি মুক্তি পাবে, যাদের মধ্যে নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন।

রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ও চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশ করবে। ইসরায়েল আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা ত্যাগের অনুমতি দেবে।দ্বিতীয় ধাপ- অবশিষ্ট সব বন্দি বিনিময়ের শর্তে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করবে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চলবে। তৃতীয় ধাপ-নিহতদের মৃতদেহ ফেরত দেওয়া এবং গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে।মিসর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠনের পরিকল্পনা কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টায় এই চুক্তি সম্ভব হয়েছে।

যদিও চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের মন্ত্রিসভা সম্মতি দিয়েছে, তবে দেশের অভ্যন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির চুক্তির প্রতিবাদে পদত্যাগের হুমকি দিয়েছেন। অন্যদিকে, শান্তির পক্ষে ইসরায়েলে সমর্থনও দেখা যাচ্ছে।

গাজার মানুষের জন্য যুদ্ধবিরতি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে চুক্তির সফল বাস্তবায়নই নির্ধারণ করবে গাজায় দীর্ঘমেয়াদি শান্তি কতটা সম্ভব।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও দুই পক্ষের আন্তরিকতা এ শান্তি টিকিয়ে রাখতে সহায়ক হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর