[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ২:১৫ এএম

ফাইল ছবি

দীর্ঘ সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বুধবার (১৫ জানুয়ারি) গাজা যুদ্ধের অবসান ঘটাতে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী এই চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আলোচনার ধারাবাহিকতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়।

রয়টার্সের বরাত দিয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা এই চুক্তিতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে।

এর আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার, ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চল ও গাজা শহরের লাখো মানুষ তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। এ সময়ে রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ত্রাণবাহী ৬০০টি ট্রাক, যার মধ্যে তাবু, খাবার এবং চিকিৎসা সামগ্রী থাকবে, গাজায় প্রবেশ করবে। পাশাপাশি ৫০টি জ্বালানিবাহী যানবাহনও সরবরাহ করবে।

এই সমঝোতা গাজা অঞ্চলে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর