[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

লস অ্যাঞ্জেলসে দাবানল নিয়ন্ত্রণে গোলাপি গুঁড়া ছড়ানোর উদ্দেশ্য কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ২:১০ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এবং প্রায় এক সপ্তাহ ধরে এর গতি কমানোর কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় গোলাপি রংয়ের গুঁড়া ছিটাচ্ছে।

গোলাপি রঙের এই গুঁড়াটির নাম "ফস-চেক", যা আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিশেষ উপাদান। ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেক ব্যবহার করা হচ্ছে এবং এটি এখন ব্যাপকভাবে দাবানল নিয়ন্ত্রণে কাজে লাগানো হয়। এটি মূলত আগুনের চারপাশে ছিটানো হয়, যাতে আগুনের গতি এবং বিস্তার কমানো যায়। ফস-চেকের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে ৮০ শতাংশ পানি, ১৪ শতাংশ সারজাতীয় লবণ এবং ৬ শতাংশ রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি আগুনের তাপমাত্রা কমিয়ে দেয় এবং অক্সিজেনের সরবরাহ সীমিত করে, যা আগুনের প্রলয়ের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে।

ফস-চেক উৎপাদক পেরিমিটার কোম্পানি জানায়, গুঁড়াটি যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত, কারণ শুকিয়ে গেলে এটি পরিষ্কার করা আরও কঠিন হয়ে পড়ে। ছোট জায়গায় গরম পানি ও সামান্য ডিটারজেন্ট দিয়ে এটি পরিষ্কার করা সম্ভব, কিন্তু বড় পৃষ্ঠ পরিষ্কার করতে হলে উচ্চচাপের পানি ব্যবহার করতে হবে।

তবে ফস-চেকের ব্যবহার নিয়ে কিছু বিতর্কও রয়েছে। সমালোচকরা বলছেন, এটি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে থাকা রাসায়নিক উপাদানগুলি জলাশয়ে মাছের ক্ষতি করতে পারে এবং এটি কার্যকর নয় বলে মত দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর