[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

সীমান্তে সব চুক্তি মেনেই বেড়া নির্মাণ -ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ১:১৯ এএম

ফাইল ছবি

ভারত-বাংলাদেশ সীমান্তে চুক্তি ও প্রটোকল অনুযায়ীই বেড়া নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া, আলোকসজ্জা ও নিরাপত্তা ডিভাইস স্থাপনের কাজ সম্পূর্ণ চুক্তি ও প্রটোকল মেনেই করা হচ্ছে।

সীমান্তে পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা নিয়ে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করে।

গত রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পতাকা বৈঠকের পর বিএসএফ সাময়িকভাবে কাজ বন্ধ রাখে।

এরপর দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বেড়া নির্মাণসহ নিরাপত্তা ব্যবস্থার সব কার্যক্রম দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ীই হচ্ছে।

ভারতের বিবৃতিতে আরও বলা হয়, “আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও অপরাধীদের গতিবিধি রোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে সুরক্ষার উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশের দাবি, নির্দিষ্ট কিছু অঞ্চলে বেড়া নির্মাণে দুই দেশের মধ্যে পূর্ববর্তী আলোচনা বা সম্মতি উপেক্ষা করা হয়েছে, যা সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুই দেশের মধ্যে এই ইস্যুতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে কোনো সমাধান এখনো দৃশ্যমান হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর