[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সীমান্ত উত্তেজনা: বাংলাদেশি কূটনীতিককে তলব করল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ৪:২৩ পিএম

ফাইল ছবি

সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পরই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনা সোমবার ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রোববার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

রাষ্ট্রদূত প্রণয় ভার্মা রোববার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, “অপরাধমুক্ত সীমান্ত তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চোরাচালান, মানবপাচার ও অপরাধমূলক কার্যক্রম রোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভারতীয় রাষ্ট্রদূত আরও জানান, বর্ডার ফেন্সিং নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা রয়েছে, যা বাস্তবায়নে উভয়পক্ষের সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি বলেন, “আমরা আশা করি, এই সমঝোতা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার মনোভাব বজায় থাকবে।”

দুই দেশের সীমান্ত পরিস্থিতি এবং সমঝোতার বিষয়টি এখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর