[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলা, তৃতীয় দফা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ২:২৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২:২৯ পিএম

ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায় তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।

নতুন করে এই মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

রায়ের শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী বা আসামিরা আদালতে উপস্থিত হননি। আদালত জানায়, বুশরা বিবি নির্ধারিত রায়ের বিষয়ে অবগত ছিলেন, তবে তিনি আদালতে হাজির হননি। অন্যদিকে, ইমরান খানকে দুটি বার্তা পাঠানো হলেও তিনি শুনানিতে উপস্থিত হননি। বিচারক নাসির জাবেদ রানা বলেন, রায় প্রস্তুত ও স্বাক্ষরিত ছিল, কিন্তু আসামি ও তাদের আইনজীবীদের অনুপস্থিতির কারণে রায় ঘোষণা বিলম্বিত হয়েছে। আদালত জোর দিয়ে বলেন, অভিযুক্তদের একাধিক সুযোগ দেওয়া হয়েছে বিচার চলাকালীন।

১৯০ মিলিয়ন পাউন্ডের মামলা কী নিয়ে?

এই মামলাটি ইমরান খান এবং বুশরা বিবি বিরুদ্ধে দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে যে তারা একটি দাতব্য ট্রাস্টকে জমি দান করার মাধ্যমে রিয়াজ নামে এক ব্যক্তিকে অযৌক্তিক সুবিধা প্রদান করেছেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এর তথ্যানুযায়ী, বাহরিয়া টাউনের মালিক রিয়াজ ইমরান খানের আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটি-কে ঝিলম জেলার মৌজা বারকালায় ৪৫৮ কানাল এবং ৪ মারলা জমি দান করেছেন, যার বিনিময়ে তিনি ১৯০ মিলিয়ন পাউন্ড গ্রহণ করেন। তবে, ওই অর্থ তিনি পাকিস্তানের জাতীয় কোষাগারে ফেরত দেননি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর