[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

টিউলিপ সিদ্দিককে ঘিরে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ১২:২০ পিএম

ফাইল ছবি

ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সম্প্রতি টিউলিপের বিরুদ্ধে একটি বিলাসবহুল ফ্ল্যাট গ্রহণ এবং তা গোপন রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আব্দুল মোতালিফ নামে এক ডেভেলপার এই ফ্ল্যাটটি উপহার দেন, যিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র। এ ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টের পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস তদন্ত শুরু করেছেন।

বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ টিউলিপের বরখাস্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইড বলেন, "টিউলিপ যেহেতু দুর্নীতি বিরোধী মন্ত্রী, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। তাকে পদত্যাগ করা উচিত।"

অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, টিউলিপ সঠিকভাবেই স্যার লরির কাছে আত্মপক্ষ সমর্থন করেছেন এবং তার প্রতি আস্থা রেখেছেন। তবে বিজ্ঞান বিষয়ক মন্ত্রী পিটার কিলি উল্লেখ করেছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে টিউলিপ আর সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।

ব্রিটিশ লেবার পার্টি ইতোমধ্যে টিউলিপের বিকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর