[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সীমান্তে অপরাধ দমন: বাংলাদেশের সহযোগিতার প্রত্যাশা ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ৫:২৩ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ দমন নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বিত যোগাযোগ রয়েছে।

সীমান্তে অপরাধ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে সীমান্ত-সংক্রান্ত বিষয়ে তলব করা হলে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, "সচিবের সঙ্গে বৈঠকে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার ভারতের অঙ্গীকার নিয়ে আলোচনা করেছি। সীমান্তের বেড়া নির্মাণসহ দু’দেশের বোঝাপড়ার বিষয়েও কথা হয়েছে। পাশাপাশি চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও বলেন, "সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক পদক্ষেপ ও আচরণ প্রত্যাশা করি।"

অন্যদিকে, একই দিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, "সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলেও বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তা স্থগিত হয়েছে।" সীমান্তবাসীদের একতাবদ্ধ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরও জানান, "বিগত সরকারের সময় যেসব অসম চুক্তি হয়েছিল, সেগুলো পর্যালোচনা করে বাতিলের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।"

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চারটি চুক্তি অনুসারে, শূন্যরেখার ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষামূলক স্থাপনা বা উন্নয়নমূলক কাজের জন্য উভয় দেশের সম্মতি গ্রহণ বাধ্যতামূলক।

উল্লেখ্য, ৪১৫৬ কিমি দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে ৩২৭১ কিমিতে ভারত ইতোমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বাকি ৮৮৫ কিমি স্থানে নির্মাণকাজ এখনো অসমাপ্ত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর