গাজায় চলমান সংঘর্ষে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে পড়েছে, যা নতুন আতঙ্কের সৃষ্টি করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেল ২৪ জানায়, ফিলিস্তিনিরা এই অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছে কিনা, তা জানার জন্য ইসরাইলি সেনাবাহিনী একটি তদন্ত শুরু করেছে। সম্প্রতি, উত্তর গাজায় এক আইইডি বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত হয়।
উল্লেখযোগ্য, গত ৮ জানুয়ারি ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাংকের নিচে আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। একইসঙ্গে, রোববার (৭ জানুয়ারি) তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আরও চার ইসরাইলি সেনা নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলি বিমান বাহিনী প্রায় ৩০ হাজার বোমা ফেলে গাজায়। চ্যানেল ১২ জানিয়েছে, গাজায় ইসরাইলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমার মধ্যে কিছু বোমার ওজন এক টনেরও বেশি।
এছাড়া, ইসরাইলের যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০ শতাংশ বোমা ‘ডাম্ব বোমা’ ছিল।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) ২০২৪ সালের এপ্রিলে জানায়, গাজাজুড়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টন অবিস্ফোরিত বোমা ও অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এসআর
মন্তব্য করুন: