[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে হামাসের দায় চাপালেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ১০:৫২ এএম

ফাইল  ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে তার প্রশাসন সফল হতে পারে।

তবে চুক্তিতে পৌঁছাতে হামাসকেই দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার বাইডেন দাবি করেন, তার প্রশাসন জিম্মি চুক্তি সুরক্ষিত করতে সক্ষম হবে, তবে হামাসের বাধার কারণে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।

জিম্মি আলোচনা প্রসঙ্গে বাইডেন বিস্তারিত কিছু জানাতে না চাইলেও বলেন, “আমরা কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি এবং যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন আলোচকদের সঙ্গে আলোচনা চলছে।” টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ পর্যন্ত, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হলেও কোন সমঝোতায় পৌঁছানো যায়নি। শুরু থেকেই প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যুদ্ধবিরতির অগ্রগতির জন্য দায়ী করছিল মার্কিন প্রশাসন, যদিও তার মৃত্যুর পরও ইসরাইলের হামলা বন্ধ হয়নি।

বাইডেন বলেন, “আমি জানি আশার ঝর্ণা চিরন্তন, তবে আমি এখনও আশাবাদী যে আমরা বন্দি বিনিময়ে সফল হব। হামাস এখন আমাদের এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা এটি করতে সক্ষম হব। আমাদের এটি সম্পন্ন করতে হবে।”

গত এক বছরের বেশি সময় ধরে, হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির জন্য হামাসকে দায়ী করে আসছে। তবে মিশরীয় ও কাতারি কূটনীতিকদের মতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া প্রধান বাধা হিসেবে কাজ করছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি মুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি দ্রুত বাস্তবায়িত হবে, তবে না হলে পরবর্তী প্রশাসনের কাছে বিষয়টি হস্তান্তর করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর