লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন।
বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি শূন্য ছিল, যার মাধ্যমে দেশের দীর্ঘ সময়ের অচলাবস্থা অবসান হলো।
পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ৬৫ ভোট প্রয়োজন ছিল। জোসেফ আউন প্রয়োজনীয় সংখ্যক ভোট লাভ করলে পার্লামেন্ট সদস্যদের মধ্যে উল্লাস দেখা যায়।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয় গত বুধবার। প্রথম দফায়, জোসেফ আউন ৭১ ভোট পেলেও প্রয়োজনীয় ৮৬ ভোটের থেকে ১৫ ভোট কম পান। এরপর দ্বিতীয় দফার ভোটে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
লেবাননের পূর্ববর্তী প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর মাসে শেষ হয়, এবং তার পর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।
এসআর
মন্তব্য করুন: