[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ: প্রথমবার জনসম্মুখে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ১১:৪৪ এএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১১:৪৫ এএম

ফাইল ছবি

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং উপহার গ্রহণের অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন।

ফ্ল্যাট সংক্রান্ত বিতর্ক ফাঁস হওয়ার পর তিনি প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন এবং অর্থ মন্ত্রণালয়ে নিজের অফিসে যান।

গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, টিউলিপ যুক্তরাজ্যে একটি বিতর্কিত ফ্ল্যাট পেয়েছিলেন, যা তার খালার এক সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে নেওয়া হয়।

এ তথ্য তিনি গোপন রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে।

ডেইলি মেইল দাবি করেছে, ২০২২ সালে এ বিষয়ে তদন্ত চলাকালে টিউলিপ জানান যে, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনে দিয়েছেন।

তবে পরে জানা যায়, এটি উপহার হিসেবে নেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, টিউলিপ সেই সময় সংবাদমাধ্যমটিকে হুমকি দেন প্রতিবেদন প্রকাশ না করার জন্য।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘মিনিস্ট্রিয়াল কোড’ ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে যে, ফ্ল্যাটটি টিউলিপের বাবা-মা কেনেননি; বরং এটি তার খালার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে উপহার পাওয়া।

ফিন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)-র তদন্তের মুখোমুখি হতে পারেন।

এ ঘটনার পর থেকেই টিউলিপ তীব্র সমালোচনার মুখে রয়েছেন। সূত্রমতে, ফ্ল্যাট নিয়ে তার পূর্বের অবস্থান থেকে তিনি সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর