[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫ ৯:৩৮ এএম

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ৮৫০ জন ছাড়িয়ে গেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, এবং উদ্ধার কাজের জন্য আসা দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় আরও ৭৫ জন আহত হয়েছেন এবং অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবিরসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় এক লাখ ৯ হাজার ১৩৯ জন আহত হয়েছেন। এছাড়া গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে, যা তীব্র মানবিক সংকট সৃষ্টি করেছে। গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর