[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ভারতে মাওয়াবাদীদের হামলায় ৮ জওয়ান নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৭:০৬ পিএম

ফাইল ছবি

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন গাড়ি চালক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিজাপুর জেলার বস্তারের কুত্রু এলাকায় এ ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, মাওবাদীরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে দেয়। নিহত নিরাপত্তা কর্মীরা জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন, যা মাওবাদ দমনের জন্য গঠিত বিশেষ পুলিশ ইউনিট।

তারা অভিযান শেষে ক্যাম্পে ফেরার সময় দুপুর ২টা ১৫ মিনিটে এই হামলার শিকার হন।

এর আগে একই দিন, নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাওবাদীকে হত্যা করে। নিহতদের মধ্যে দুজন নারী। অভিযানে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনার প্রতিশোধ হিসেবেই মাওবাদীরা জওয়ানদের ওপর হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এই বিস্ফোরণকে “জঘন্য” ও “দুঃখজনক” বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, “আমি সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। মাওবাদ নির্মূলে আমাদের অঙ্গীকার অটুট।”

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে মাওবাদী বিদ্রোহ দমন করার ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে বস্তারের পাঁচটি মাওবাদ-প্রভাবিত জেলা শান্তি ফিরে পাবে।

কয়েক দশক ধরে চলা মাওবাদী বিদ্রোহে এখন পর্যন্ত ভারতে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিদ্রোহীরা মূলত ছত্তিশগড়ের খনিজ সমৃদ্ধ এলাকাগুলোর প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ২৮৭ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। তবুও, মাওবাদীদের এই হামলা বোঝাচ্ছে, বিদ্রোহ দমনে আরও সময় ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর